ক্ষুদ্র উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি করবে এসএমই ফাউন্ডেশন
শিগগিরই বিশ্বব্যাংকের সহায়তায় নারী-উদ্যোক্তা এবং এটুআই-এর সহায়তার সারাদেশের এসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি করবে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলার অংশ হিসেবে ৬ ডিসেম্বর বিকেল অনুষ্ঠিত ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে এসএমই পণ্যের বাজার সংযোগ: নারী-উদ্যোক্তা প্রেক্ষিত’ সেমিনারে সেমিনারে এ তথ্য দিয়েছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং মহাব্যবস্থাপক ফারজানা খানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মানতাশা আহমেদ।
সকালে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় ‘সমন্বিত উন্নয়ন নিশ্চিতকল্পে এসএমই ক্লাস্টারের ভূমিকা’ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মীর্জা নুরুল গণি শোভন ও লংকা বাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান।